Logo

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী স্নেহাল রায়

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৩, ০২:৫৪
25Shares
অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী স্নেহাল রায়
ছবি: সংগৃহীত

কীভাবে কী ঘটল, তা এখনো বুঝে উঠতে পারছি না।

বিজ্ঞাপন

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী স্নেহাল রায়। মুম্বাই থেকে পুনে যাওয়ার পথে একটি ট্রাক স্নেহালকে বহনকারী গাড়িটিতে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে গেছে এ অভিনেত্রীর গাড়ি।

টাইমস অব ইন্ডিয়াকে স্নেহাল রায় জানান, “কীভাবে কী ঘটল, তা এখনো বুঝে উঠতে পারছি না। হঠাৎ করে একটি ট্রাক এসে আমার গাড়িকে ধাক্কা দেয়। ড্রাইভারের উপস্থিত বুদ্ধি, সাহসের কারণে বেঁচে গিয়েছি।”

বিজ্ঞাপন

জানা যায়, এ ঘটনার পরই পুলিশ কল করেন স্নেহাল। ৫-১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। তবে এ ঘটনায় কোনো মামলা করা হয়নি। ট্রাক ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে ধরতে সক্ষম হয়নি পুলিশ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২১ বছরের বড় রাজনীতিবিদের সঙ্গে গোপনে বিয়ে করেন অভিনেত্রী স্নেহাল রায়। তার বরের নাম মাধবেন্দ্র কুমার। তিনি উত্তরপ্রদেশের প্রভাবশালী একজন নেতা। ১০ বছর আগে বিয়ে করেন এই দম্পতি। গত ২৮ মে ছিল স্নেহাল ও মাধবেন্দ্রর দশম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে গোপন বিয়ের খবর প্রকাশ করেন স্নেহাল। খবরটি প্রকাশ্যে আসার পর জোর চর্চায় পরিণত হন স্নেহাল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্নেহাল রায়ের উল্লেখ্যযোগ্য হিন্দি ধারাবাহিকে  কাজের মধ্যে রয়েছে, ‘ইশক কা রং সাফেদ’, ‘জন্ম কা বন্ধন’, ‘বিষ’, ‘ইচ্ছাধারী নাগিন’, ‘পারফেক্ট পতি’, ‘ভিশ। 

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD