করিমগঞ্জে বন্দুকসহ ৫ ডাকাত গ্রেফতার
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩
আসামরাজ্যের করিমগঞ্জে বন্দুকসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে করিমগঞ্জ পুলিশ।
শনিবার (১০ জুন) মধ্যরাতে করিমগঞ্জ পুলিশ এক অভিযানে নেমে বৃহৎ সাফল্য অর্জন করেন। পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে এই অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাতের দলকে গ্রেফতার করতে সক্ষম হন।
বাজেয়াপ্ত করা হয় ৫টি বন্দুকসহ বেশ কিছু সংখ্যক তাজাগুলি। গ্রেফতারকৃতরা হলেন যথাক্রমে আব্দুল লতিফ, ময়িনুল হক, মনির উদ্দিন, জমির উদ্দিন, হালিম উদ্দিন নামের ৫ দুধর্ষ ডাকাত।
করিমগঞ্জের কায়স্থগ্রাম রেলগেট বন্ধ করে এই অভিযান চালানো হয়।
আরএক্স/