ত্রিপুরায় ৫ বাংলাদেশি নাগরিক গ্রেফতার
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩
ভারতের ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করেছে বলে জানা যায়। রেলস্টেশন থেকে ৫জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে ধর্মনগর আরপিএফ।
এরপর তাঁদের ধর্মনগর পুলিশের হাতে সোপর্দ করেছে আরপিএফ। পুলিশি জেরায় তাঁরা বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।
ওই পুলিশ আধিকারিকের কথায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর আরপিএফের কাছে খবর আসে আগরতলা-বেঙ্গালুরুর গামী হামসফর এক্সপ্রেসে ৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছে।
তিনি আর ও জানিয়েছেন, ধৃতরা হলেন, বাংলাদেশের পশুরগুনিয়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৪০), মোহাম্মদ রফিক (২৭), শাহাব আলি শেখ (৬১), পশুখালির বাসিন্দা মমতাজ আক্তার (১৮) ও রোজিনা বেগম (৩৫)। তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, দালালের মাধ্যমে তাঁরা সীমান্ত অতিক্রম করেছেন।
প্রত্যেকে বাংলাদেশি টাকায় ২০ হাজার টাকা করে দালালকে দিয়েছেন। ওই দালাল তাদেরকে রাতের অন্ধকারে বাংলাদেশের আমতলী দিয়ে কাঁটা তারের বেড়া পার করিয়ে দিয়েছেন।
ওই সময় তাঁরা সীমান্ত সুরক্ষা বাহিনীকে দেখতে পাননি এবং সেখান থেকে আগরতলা রেলস্টেশনে এসেছেন।
আরএক্স/