পঞ্চাশে আবারও বাবা হলেন প্রভু দেবা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩


পঞ্চাশে আবারও বাবা হলেন প্রভু দেবা
ছবি: সংগৃহীত

পঞ্চাশ বছর বয়সে আবারও বাবা হলেন বলিউডের কোরিওগ্রাফার, পরিচালক ও অভিনেতা প্রভু দেবা। সম্প্রতি প্রভু দেবার দ্বিতীয় স্ত্রী হিমানি সিং কন্যা সন্তানের জন্ম দেন। এ দম্পতির এটি প্রথম সন্তান। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


এদিকে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের জবাবে প্রভু দেবা লিখেন, “হ্যাঁ, খবরটি সত্য। আমি পঞ্চাশ বছর বয়সে ফের বাবা হয়েছি। আমি খুব খুব আনন্দিত এবং পরিপূর্ণ অনুভব করছি।”


আরও পড়ুন: কাজ থেকে বিরত থাকার আসল কারণ জানালেন পূর্ণিমা


এর আগে ১৯৯৫ সালে ভালোবেসে বিয়ে করেন রামালথকে। এ সংসারে তাদের ৩ টি পুত্র সন্তান রয়েছে। তাদের বড় ছেলে ২০০৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে ১৩ বছর বয়সে মারা যায়। তবে অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর রামালথের সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়। ২০১১ সালে প্রথম সংসারের ইতি টানেন প্রভু দেবা।


মহামারি করোনাকালে সংকট তৈরি হওয়ার কারণে ২০২০ সালের মে মাসে ভারতে লকডাউন দেওয়া হয়। ওই সময়ে হিমানিকে বিয়ে করেন প্রভু দেবা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া


জেবি/এসবি