Logo

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জায়েদ খান

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুন, ২০২৩, ০৬:১০
30Shares
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জায়েদ খান
ছবি: সংগৃহীত

সোমবার (১২ জুন) বিকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক নিজেই।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন বহুল আলোচিত চিত্রনায়ক। সেখানের সর্ববৃহৎ বিনোদনমূলক অনুষ্ঠান ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে যাচ্ছেন তিনি। 

সোমবার (১২ জুন) বিকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক নিজেই।

বিজ্ঞাপন

জানা যায়, জ্যামাইকার আমাজুরা হলে আগামী ২৫ জুন বসবে মিউজিক অ্যাওয়ার্ডের আসর এবং ১ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হবে ফিল্ম আওয়ার্ড। দুই ভাগে বিভক্ত এই অ্যাওয়ার্ড আসরের আনুষ্ঠানিক ঘোষণা দেন শো টাইম মিউজিকের প্রেসিডেন্স অ্যান্ড সিইও আলমগীর খান আলম।

বিজ্ঞাপন

আরও পড়ুন: পঞ্চাশে আবারও বাবা হলেন প্রভু দেবা

পহেলা জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিতব্য ফিল্ম আওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন এবং চলচ্চিত্রের প্রায় ১৫ জন তারকা শিল্পী অংশ নেবেন। উল্লেখযোগ্যের মধ্যে জনপ্রিয় চিত্র তারকা পূজা চেরি, মিশা সওদাগর, জায়েদ খান, অমিত হাসান, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, শাহনাজ খুশি, কেয়া পায়েল, মন্দিরা চক্রবর্তী, মডেল মিথিলা, তৃণা ও ইয়াসমিন। সংগীত পরিবেশন করবেন চমক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগামী ২৫ জুন কুইন্সের আমাজুরা হলে সন্ধ্যা ৭টায় মিউজিক অ্যাওয়ার্ডের অনুষ্ঠান শুরু করা হবে। মঞ্চে সংগীত পরিবেশন করবেন নগর বাউল জেমস, তাহসান এবং চিরকুট। এই অনুষ্ঠানে প্রথমবারের মতো আসছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম এবং সঙ্গে থাকছেন চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ (কাবিলা), চিত্রনায়িকা পূজা চেরি, গায়ক প্রতিক হাসান, জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাঁক তারকা।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD