পায়ে লুটিয়ে পড়ল ভক্ত, বুকে টেনে নিলেন শাকিব


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১৩ই জুন ২০২৩


পায়ে লুটিয়ে পড়ল ভক্ত, বুকে টেনে নিলেন শাকিব
ছবি: সংগৃহীত

মঞ্চে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। সাথে আরও অতিথি। সবাই দাঁড়ালেন। তখন দর্শকসারি এক ভক্ত দৌঁড়ে ছুটে আসেন। মঞ্চে উঠেই তিনি শাকিবের পায়ে লুটিয়ে পড়েন। শাকিব ওই ব্যক্তিকে টেনে তুলেন। বুকে জড়িয়ে ধরেন। সঙ্গেসঙ্গে স্বেচ্ছাসেবীরা এসে ঘটনা সামাল দেন। 


রবিবার (১১ জুন) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। 


আরও পড়ুন: সবাইকে খুশি করে চলা সম্ভব না: শাকিব


এ ঘটনায় রীতিমতো বিস্মিত হয়েছেন এ অভিনেতা। ভক্তের এমন উন্মাদনা দেখে অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও তাজ্জব হন। 


আরও পড়ুন: শাকিব আমার প্রতি খুবই যত্নশীল ছিল: বুবলী


আসছে ঈদের সিনেমা ‘প্রিয়তমা’র শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাকিব খান। এরই ফাঁকে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান তিনি। সেখানেও প্রিয়জনকে সাথে নিয়ে প্রিয়তমা দেখার আহ্বান জানান সবাইকে।


জেবি/এসবি