সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনা, ২২ মার্কিন সেনা আহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩


সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনা, ২২ মার্কিন সেনা আহত
ছবি: সংগৃহীত

সিরিয়ায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত হয়েছে। রবিবার (১১ জুন) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড।


সোমবার (১৩ জুন) সেন্ট্রাল কমান্ড দুর্ঘটনার তথ্য প্রকাশ করেছে। তবে দুর্ঘটনার কারণ  কিংবা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা। আহতদের অবস্থা কতটা গুরুতর সেটাও উল্লেখ করেনি। 


মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ঘটনার পর ১০ জন সেনাকে ওই অঞ্চলের বাইরে উচ্চতর চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।


আরও পড়ুন: ভয়াবহ দাবনলের ধোঁয়ায় ঢেকে গেছে ওয়েস্টার্ন কানাডা

 

মধ্যপ্রাচ্যে অবস্থান করা সেনাদের তত্ত্বাবধান করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এটি সংক্ষেপে সেন্টকম নামে পরিচিত। তারা বলেছে, শত্রুপক্ষের কোনো গুলিতে এই ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সেন্টকম। 


আরও পড়ুন: আসামে বিজেপি নেত্রী খুন, ব‍্যবসায়ী গ্রেফতার


সিরিয়ায় যুক্তরাষ্ট্রের রয়েছে প্রায় ৯০০ সেনা। তাদের অধিকাংশ সিরিয়ার পূর্বে অবস্থান করছে। সিরিয়ায় রাশিয়া এবং তুরস্কেরও সেনা রয়েছে। 


সিরিয়ায় থাকা  যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর সাম্প্রতিক সময়ে ইরান সমর্থিত মিলিশিয়ারা একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সূত্র: জেরুজালেম পোস্ট


জেবি/এসবি