অভিনেত্রী সুজাতাকে বাড়ি উপহার দিয়েছে ঢাকা জেলা প্রশাসন

সপরিবারে চিত্রনায়িকা সুজাতা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন
বিজ্ঞাপন
জনপ্রিয় অভিনেত্রী সুজাতাকে বাড়ি উপহার দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। রাজধানীর বনশ্রী এলাকার একটি ভাড়া বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন সুজাতা। স্থায়ী আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। তারপর জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের তার আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করার নির্দেশনা দেন।
এরপর ওয়ারীর লালচান মকিম লেনের বাসা নং ৪৩,৪৩/২,৪৩/৩ সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসক।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ জুন) এই শিল্পীর হাতে জমিসহ বাড়ির (অর্পিত সম্পত্তি) দখল হস্তান্তর করে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তা, সপরিবারে চিত্রনায়িকা সুজাতা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/