মাকে খুন করে সুটকেসে ভরে থানায় হাজির মেয়ে


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩


মাকে খুন করে সুটকেসে ভরে থানায় হাজির মেয়ে
ছবি: সংগৃহীত

মায়ের সঙ্গে প্রতিদিন ঝগড়া বিবাদ চলত মেয়ের। রাগের মাথায় সেই মাকেই খুন করে ফেলার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। তবে এখানেই শেষ নয়, নিহত মায়ের দেহ সুটকেসে ভরে খুনি মেয়ে নিজেই থানায় যান। এ ঘটনায় হতবাক ভারতের বেঙ্গালুরুর পুলিশ। 


জানা গেছে, অভিযুক্ত মহিলার বাড়ি পশ্চিমবঙ্গে। 


আরও পড়ুন: আসামে বিজেপি নেত্রী খুন, ব‍্যবসায়ী গ্রেফতার


জানা গেছে, বেঙ্গালুরুতে পরিবার নিয়ে একটি ফ্ল‍্যাটে থাকেন ৩৯ বছর বয়সী ওই মহিলা। পেশায় ফিজিয়োথেরাপিস্ট মহিলার সঙ্গে তার মায়ের নিত‍্য ঝগড়া ঝামেলা চলত। 


সোমবার রাগের মাথায় তিনি মাকে খুন করেন। তারপর মায়ের মৃতদেহ সুটকেসে ভরে সোজা পৌঁছে যান বেঙ্গালুরুরের একটি থানায়। পুলিশকে জানান তিনিই মাকে খুন করেছেন। পরে পুলিশ মহিলাকে গ্রেফতার করেছে। 


ফ্ল‍্যাটে মহিলার স্বামী উপস্থিত ছিলেন না। মহিলার শাশুড়ি ছিলেন। কিন্তু তিনি খুনের কথা টের পাননি। পুলিশ থেকে তাকে প্রথম ঘটনার কথা জানানো হয়।


জেবি/ আরএইচ/