বৃহস্পতিবার থেকে আমিরাতে মধ্যাহ্ন কর্মবিরতি শুরু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩


বৃহস্পতিবার থেকে আমিরাতে মধ্যাহ্ন কর্মবিরতি শুরু
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুন) থেকে মধ্যাহ্ন কর্মবিরতি শুরু হতে যাচ্ছে। কাল থেকে পরবর্তী তিন মাস এই মধ্যাহ্ন কর্মবিরতি আইন কার্যকর থাকবে জানা গেছে। এই সময় বাইরে কাজ করলে শ্রমিকরা যেমন জরিমানার মুখোমুখি হবেন তেমনি নিয়োজিত প্রতিষ্ঠানকে গুণতে হবে প্রায় ১৫ লাখ টাকার জরিমানা।


জানা যায়,বর্তমানে আমিরাতে এখন ৪৪ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেশটিতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে এ তিনমাস প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে শুরু করে দুপুর ৩টা পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। বাইরে কাজে নিয়োজিত শ্রমিক ও এমন প্রতিষ্ঠানগুলোকে এই আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত।


আরও পড়ুন: জার্মানিতে গরমে বছরে ২০ হাজার মৃত্যু


দেশটির এই মধ্যাহ্ন কর্মবিরতি আইন ভঙ্গ করলে গুনতে হবে বড় ধরনের জরিমানা। প্রতিষ্ঠানের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫০ হাজার দিরহাম পর্যন্ত। যা বাংলাদেশি প্রায় ১৫ লাখ টাকা। আর একজন শ্রমিকের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫ হাজার দিরহাম। নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে এই সময়টা সতর্কতার সাথে অতিবাহিত করতে বলা হয়েছ। বিশেষ করে যেনো শ্রমিকদের বিশ্রামের ব্যবস্থা রাখা হয়।


উল্লেখ্য, গরমের মৌসুমে দেশটিতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় গত ১৯ বছর ধরে এই আইন কার্যকর রয়েছে।


জেবি/এসবি