অভিনয়ে ফিরবেন কিনা, জানালেন মাহি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩


অভিনয়ে ফিরবেন কিনা, জানালেন মাহি
মাহিয়া মাহি | ফাইল ছবি

আড়াই মাস আগে পুত্র সন্তানদের মা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাতৃত্বজনিত কারণে অভিনয়ের বাইরে আছেন তিনি।


এদিকে, অনেকের মনে প্রশ্ন,  অভিনয় থেকে আর কতদিন দূরে থাকবেন এ নায়িকা? এবার মুখ খুললেন তিনি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছেন তার ফেরার পরিকল্পনা।


আরও পড়ুন: সাবেক স্ত্রীর থেকে পাওয়া পুরো অর্থ দান করলেন জনি ডেপ


মাহি বলেন, “সবে মা হয়েছি। তাই আগে সন্তানকে বড় করা, ওর সবকিছুর সঠিক দেখভাল, এরপর অন্য কাজ। ফারিশ আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তাই ওকে ছাড়া একমুহূর্ত দূরে থাকা কঠিন। তবে অভিনয়ে যে ফিরব না, এমন কথা বলছি না। সবকিছু গুছিয়ে তবেই অভিনয়ে ফিরব, ইচ্ছা এটাই। সে জন্য আরও কিছুদিন সময় লাগবে।”


আরও পড়ুন: ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘ক্যাসিনো’


তিনি আরও বলেন, “অনেকে বলে, ব্যস্ততাই জীবন। তবে সেই ব্যস্ততা যে শুধু পেশাদারি হবে– এমন কোনো কথা নেই। এখন প্রতিটি দিন, মানে ২৪ ঘণ্টাই কাটছে আমার ছেলে ফারিশের সঙ্গে। মুগ্ধ চোখে ঘণ্টার পর ঘণ্টা ওর দিকে তাকিয়ে থাকি, প্রতিটি মুভমেন্ট আমি দেখি। এককথায় এখন ফারিশকেন্দ্রিক আমার জীবন। তাই ক্যামেরার সামনে দাঁড়াতে না পারা, আগের মতো দিনভর শুটিং নিয়ে ব্যস্ততা না থাকা, এসব নিয়ে একদমই ভাবছি না।”


জেবি/এসবি