ফাঁস হলো অভিষেক-নোরার ভিডিও
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩
সম্প্রতি অভিষেক বচ্চন ও নোরার ফাতেহির একটি ভিডিও ফাঁস হয়েছে। রাতপার্টিতে বিভোর দুজন। তখন রাত ১২টা পার। হুঁশ নেই কারও! মধ্যরাতের মজলিশে তখন বাজছে অভিষেক বচ্চনের ‘বান্টি অউর বাবলি’ সিনেমার গান, ‘কাজরা রে…’। আর সেই গানেই নোরা ফাতেহির সঙ্গে কোমর দোলাচ্ছেন জুনিয়র বচ্চন।
এমনই এক ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল। বলিউড সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নোরার সঙ্গে অভিষেক বচ্চন সম্প্রতি এক সিনেমার শুট শেষ করেছেন। পরিচালক রেমো ডি’সুজার ছবি। নাচকে কেন্দ্র করেই ছবির প্লট। সেই ছবির শেষ দিনেই পার্টিতে অভিষেক-নোরাকে ড্যান্স ফ্লোর মাতাতে দেখা গেল।
আরও পড়ুন: অভিনয়ে ফিরবেন কিনা, জানালেন মাহি
জানা গেছে, বান্দ্রার এক হোটলে সেই পার্টি আয়োজিত হয়েছিল। গভীর রাত পর্যন্ত মজলিশ চলে সেখানে। সেখান থেকেই ফাঁস হয়েছে নোরা-অভিষেকের নাচের দৃশ্য।
আরও পড়ুন: সাবেক স্ত্রীর থেকে পাওয়া পুরো অর্থ দান করলেন জনি ডেপ
ভাইরাল হওয়া আরেকটি ভিডিওিতে দেখা য়ায়, অভিষেক বাবা অমিতাভ বচ্চনের ‘জুম্মা চুম্মা’র মতো আইকনিক গানেও নাচছেন। প্রত্যক্ষদর্শীরা তখন উল্লাসে ফেটে পড়েছিলেন। সেসব ভিডিও ভাইরাল হতেই জুনিয়র বচ্চনের উদ্দেশ্যে নেটপাড়ার নিন্দুকদের প্রশ্ন, স্ত্রী ঐশ্বর্য জানে?
এদিন, রাতেই বান্দ্রার ওই হোটেলের বাইরে নোরা ফাতেহিকে পাপ্পারাজিরা ঘিরে ধরেন। পরনে কালো রঙের স্যাটিন পোশাকে দিব্যি মানিয়ছিল তাকে।
জেবি/এসবি