Logo

রাঙ্গামাটিতে অপহৃত তিন শ্রমিক দুইদিন পর উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৩, ২২:৪৩
40Shares
রাঙ্গামাটিতে অপহৃত তিন শ্রমিক দুইদিন পর উদ্ধার
ছবি: সংগৃহীত

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার লংগদু পাড়া নামক এলাকা থেকে অপহৃত তিন শ্রমিককে গভীর পর্যবেক্ষণ করে দুইদিন পর উদ্ধার করলো রাজস্থলী থানার পুলিশ।

বিজ্ঞাপন

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার লংগদু পাড়া নামক এলাকা থেকে অপহৃত তিন শ্রমিককে গভীর পর্যবেক্ষণ করে দুইদিন পর উদ্ধার করলো রাজস্থলী থানার পুলিশ। 

উদ্ধারকৃত শ্রমিকরা হলেন, সোহাগ (২০) রূপক (১৮) ও বিশ্বজিত দে (২২)। 

বিজ্ঞাপন

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, বুধবার (১৪ জুন) রাত ৯ টার সময় অপহৃতদের উদ্ধার করে রাজস্থলী থানায় নিয়ে যাওয়া হয়।

 

বিজ্ঞাপন

পুলিশ সুত্র জানিয়েছে, এই ঘটনার পর থেকে শ্রমিকদের পক্ষ থেকে বা তাদের ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। কিন্তু তারপরও অপহরণের ঘটনাটি শুনার পর থেকেই রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদের নির্দেশনায় অপহৃতদের উদ্ধারে নামে রাজস্থলী থানা পুলিশ। 

মঙ্গলবার ও বুধবার সারাদিন সার্বক্ষনিকভাবে অপহরণের বিষয়টি তদারকি করেছেন রাঙামাটির পুলিশ সুপার। তথ্য প্রযুক্তির কল্যানে বিকাল থেকেই অপহৃতদের উদ্ধারের ব্যাপারে রাজস্থলী থানা পুলিশ আশাবাদী হয়ে উঠে। পরবর্তীতে রাত্রে তাদের উদ্ধার করতে সক্ষম হয়। 

বিজ্ঞাপন

গত সোমবার দিবাগত রাত সাড়ে আটটার সময় রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়ার লংগদুপাড়া এলাকায় রাতের আঁধারে সশস্ত্র হামলা চালিয়ে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করে নেয় সন্ত্রাসীরা এমন তথ্য জানিয়েছিলো অপহৃত সোহাগ(২০) ও রূপক(১৮) এর বড় ভাই সবুজ। 

বিজ্ঞাপন

সোমবার মধ্যরাতে সবুজ জানায়,  বিগত তিনমাস ধরেই তারা সর্বমোট ১৪ জন শ্রমিক রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কের লংগদু পাড়াস্থ লেবার শেড এ অবস্থান করে পাশের সড়কে এনডিই কর্তৃক ধারক দেয়াল নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যায়ও কাজ শেষ করে লংগদু পাড়াস্থ লেবার শেড এ অবস্থান করছিলো উক্ত তিন শ্রমিক। এসময় অন্যান্য বাকি শ্রমিকরা একটু অদূরে চায়ের দোকানে গিয়েছিলো চা-নাস্তা করার জন্য। এসময় ৫/৬ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী খুটি থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে লেবার শেডে প্রবেশ করে অস্ত্রের মুখে তিনজনকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায়।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD