বাম ও কংগ্রেসের মিছিলে গুলি, ১ জনের মৃত্যু


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩


বাম ও কংগ্রেসের মিছিলে গুলি, ১ জনের মৃত্যু
ছবি: জনবাণী

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র চোপড়া। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে গুলিতে ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ৩ জন। 


বৃহস্পতিবার (১৫ জুন) মিছিল করে ভারতের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়ায় বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বাম ও কংগ্রেস প্রার্থীরা। সেই সময় আচমকাই মিছিলে গুলি চলে বলে জানা গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হন ৩ জন। তাদের মধ‍্যে ইতিমধ্যেই ১ জনের মৃত্যু হয়েছে। 


আরও পড়ুন: আসামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার ২


এদিকে ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকেই। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 


হাসপাতালে নিয়ে যাওয়ার পর গুলিবিদ্ধ ১ যুবক সাংবাদিকদের জানান, আমরা মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলাম। ওরা আমাদের যেতে মানা করছিল। এরপরই তৃণমূলের লোকেরা আমাদের গুলি করে। বড় বড় বন্দুক দিয়ে আমাদের মারধর করা হয়েছে।


জেবি/ আরএইচ/