নারীর অন্তর্বাস চুরির দায়ে বাংলাদেশি যুবকের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৩
নারীর অন্তর্বাস চুরি করেছিলেন বাংলাদেশি যুবক। পরে দেশটির আদালত বাংলাদেশি যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে।
মূলত ভুক্তভোগী নারীর অভিযোগ দায়েরের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মালাক্কা প্রদেশের আয়ার কেরোহ শহরের ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে এই সাজা দেন।
শুক্রবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মালয়েশীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশীয় এক নারীর অন্তর্বাস চুরি করার অপরাধে দোষী সাব্যস্ত করার পর এক বাংলাদেশি ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আয়ার কেরোহ শহরের ম্যাজিস্ট্রেট আদালত। দুই সপ্তাহ আগে ৫৭ বছর বয়সী ওই নারীর অন্তর্বাস চুরি করেন অভিযুক্ত ব্যক্তিটি।
কারাদণ্ডপ্রাপ্ত ওই বাংলাদেশি যুবকের নাম হোসাইন মো. ইকবাল (৩২)।
আরও পড়ুন: প্যারিসে ‘ইন্টারন্যাশনাল বেশাক ডে’ উদযাপিত
সংবাদমাধ্যমটি বলছে, অভিযুক্ত হোসাইন মো. ইকবাল গত ৭ জুন বিকেল সাড়ে তিনটার দিকে একটি অ্যাপার্টমেন্ট থেকে ৫৭ বছর বয়সী ওই নারীর একটি অন্তর্বাস চুরি করেন। চুরি করা ওই অন্তর্বাসটির মূল্য ৫ রিংগিত।
ভুক্তভোগী নারী জানান, ঘটনাস্থলে ক্লোজ সার্কিট ক্যামেরায় রেকর্ডিং হওয়া ভিডিওতে অভিযুক্ত যুবককে তার অন্তর্বাস চুরি করতে দেখেন এবং এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন।
জেবি/ আরএইচ/