কবে বিয়ে করবেন, জানালেন কঙ্গনা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ১৭ই জুন ২০২৩


কবে বিয়ে করবেন, জানালেন কঙ্গনা
কঙ্গনা রানাউত

প্রায় সবসময় বিতর্কিত মন্তব্যের কারণে খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে কর্মজীবনে তিনি সফল। জাতীয় পুরস্কার থেকে শুরু করে হিন্দি সিনেমার প্রযোজক পরিচালকের তকমাও তার ঝুলিতে রয়েছে। তবে এখনও সংসার জীবন থেকে বেশ দূরেই আছেন এ অভিনেত্রী। 


যদিও এর আগে আদিত্য পাঞ্চোলি, হৃত্বিক রোশনের মতো অভিনেতাদের সঙ্গে তার নাম জড়িয়েছেন। তা নিয়ে কম জলঘোলাও হয়নি। তারপরে আর কঙ্গনার প্রেমজীবন নিয়ে তেমন কোনও উচ্চবাচ্য শোনা যায়নি। 


সম্প্রতি তাকে বিয়ের কার্ড বিলাতে দেখা গেছে। জল্পনা শুরু হয়, তবে কি নতুন জীবন শুরু করতে চলেছেন বলিউড ‘কুইন’? যদিও পরে প্রকাশ্যে আসে, এটি ছিল তার আগামী ছবি ‘টিকু ওয়েডস শেরু’-র প্রচার কৌশল। তবে নিজেও সংসার করতে চান, বিয়ের ইচ্ছেও রয়েছে, বলেই জানান অভিনেত্রী।


আরও পড়ুন: আপনি আমাদের অভিভাবক: সাইমন সাদিক


কঙ্গনা বললেন, “হ্যাঁ, আমি বিয়ে করতে চাই। তবে আমি আশাবাদী, সঠিক সময়েই তা ঘটবে। আসলে সব কিছুরই একটা সময় থাকে। যখন সেই সময় আসবে, তখনই বিয়ে হবে।”


বছর খানেক আগের কথা সে সময় তিনি নিজের জীবনে স্বপ্নের পুরুষ আসার ইঙ্গিত দিলেও এখনও তেমন কিছু শোনা যায়নি। এবার দেখা যাক, কঙ্গনার বিয়ের ফুল কবে ফোটে?


জেবি/এসবি