আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে: মেহজাবীন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২:৩১ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৫

পরিচালক মাহদে হাসান পরিচালিত এবং গুণী অভিনেতা মোস্তাফা মনোয়ার অভিনীত ‘Sand City’ এবার কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল -এ অফিসিয়াল সিলেকশন হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দিয়ে তাদের টিমকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশি সিনেমা যখন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায় এবং বিশ্বমানের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে, তখন সত্যিই এক অন্যরকম ভালোলাগা কাজ করে।’
আরও পড়ুুন: অপু বিশ্বাস-শবনম বুবলী সম্পর্কে যা বললেন তনী
‘আমাদের মেধাবী নির্মাতা মাহদে হাসান পরিচালিত এবং গুণী অভিনেতা মোস্তাফা মনোয়ার অভিনীত ‘Sand City’ এবার এবার কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল -এ অফিসিয়াল সিলেকশন হয়েছে।’
অভিনন্দন জানিয়ে মেহজাবীন আরও লিখেছেন, ‘এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি গর্বের মুহূর্ত। ‘Sand City’ টিমকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আমাদের সংবাদমাধ্যম এই অর্জন এবং এর সঙ্গে জড়িত মানুষদের যথাযথ কভারেজ দেবে।’
আরও পড়ুন: অপু বিশ্বাসের জামিননামা দাখিল, শিগগিরই আত্মসমর্পণ
আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে জানানো খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সিনেমা এখন বেড়ে উঠছে, সীমা ছাড়িয় আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করছে। আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে।’
এমএল/