আল্লু অর্জুনের জীবনে ফের দুঃসংবাদ, চোখে মুখে শোকের ছাপ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:৩৮ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


আল্লু অর্জুনের জীবনে ফের দুঃসংবাদ, চোখে মুখে শোকের ছাপ
সংগৃহীত ছবি।

আল্লু অর্জুনের জীবনে ফের দুঃসংবাদ, বিমানবন্দরে থমথমে অবস্থায় নায়ক। ‘পুষ্পা টু’ মুক্তির পর থেকে একাধিক বিতর্ক ও আইনি ঝড়ের মুখোমুখি হয়েছেন আল্লু অর্জুন। এমনকি এক পর্যায়ে তাকে এক রাত জেলেও কাটাতে হয়েছিল। সব ভুলে তিনি নতুন ছবির কাজে মনোযোগী হলেও হঠাৎ এ দুঃসংবাদে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।


আরও পড়ুন: ‘সে আমার’ শুভেচ্ছা জানিয়ে কীসের ইঙ্গিত দিলেন পরীমনি?


দুঃসংবাদটি হলো, শুক্রবার (২৯ আগস্ট) হায়দরাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতার ঠাকুমা আল্লু কনকারত্নম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।


আল্লু কনকারত্নম শুধু আল্লু পরিবারের প্রবীণ সদস্যই নন, দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে পরিচিত এক মুখও ছিলেন। তিনি প্রখ্যাত প্রযোজক ও শিল্প উদ্যোক্তা আল্লু রামাইয়া চৌধুরীর সহধর্মিণী। দীর্ঘ সময় ধরে পারিবারিকভাবে সিনেমা জগতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।


এই মুহূর্তে মুম্বাইয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে তার আগামী ছবির শুটিং করছেন আল্লু। কিন্তু এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে অভিনেতা ফিরে গেলেন হায়দেরাবাদ। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় অভিনেতাকে, একেবারে থমথমে অবস্থায় দেখা যায় তাকে।


শুধু আল্লু অর্জুনই নয়, দাদীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার ভাই অভিনেতা ও প্রযোজক রাম চরণও। তিনিও হায়দরাবাদে পরিবারের পাশে থাকার জন্য রওনা দিয়েছেন। পরিবার ঘিরে এখন গভীর শোকের ছায়া।


আরও পড়ুন: দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে: নিশো


খবর প্রকাশের পর থেকেই আল্লু অর্জুনের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা জানাচ্ছেন। হাজারো ভক্ত মন্তব্য করছেন অভিনেতার এই দুঃসময় তারা মানসিকভাবে পাশে রয়েছেন এবং পরিবারকে দ্রুত এই শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করছেন।


এসডি/