প্রথমবার বড় পর্দায় দেখা যাবে প্রভাকে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৩৩ পিএম, ৩০শে আগস্ট ২০২৫

বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করা সাদিয়া জাহান প্রভা আবারও অভিনয়ে ফিরেছেন। দীর্ঘদিন পর্দায় অনিয়মিত থাকার পর তিনি বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন। প্রথমবারের মতো তিনি চলচ্চিত্রে অভিনয় করছেন, এবং এই অভিষেকটি হচ্ছে দুটি সরকারি অনুদানের সিনেমা নিয়ে।
আরও পড়ুন: ‘সে আমার’ শুভেচ্ছা জানিয়ে কীসের ইঙ্গিত দিলেন পরীমনি?
প্রভা বর্তমানে ‘দুই পয়সার মানুষ’ সিনেমায় অভিনয় করছেন, যা ঝুমুর আসমা জুঁই পরিচালিত একটি সরকারি অনুদানের সিনেমা। ইতোমধ্যে সিনেমাটির একদিনের শুটিং শেষ হয়েছে এবং শিগগিরই দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন প্রভা। সিনেমাটির গল্প ও চরিত্র সম্পর্কে এখন পর্যন্ত তেমন কিছু জানানো হয়নি, তবে অভিনেত্রী জানান, তিনি নতুন চরিত্রে দর্শকদের সামনে আসবেন।
এদিকে শনিবার (৩০ আগস্ট) থেকে গাজীপুরের হোতাপাড়ায় অংশ নিয়েছেন সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমার শুটিংয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। এতে নিরুপমা চরিত্রে পর্দায় আসবেন প্রভা। তার সহশিল্পী চিত্রনায়ক মামনুন হাসান ইমন।
প্রথম দুই চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠেে এ অভিনেত্রী বলেন, এর আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে বলে মিলেনি। এমনও হয়েছে, সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি এবং পারিবারিক কারণেও করতে পারিনি। সিনেমাটি সেসময় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই সিনেমার গান এখনো মানুষের মুখে মুখে। অনেক দিন আগেই এই সিনেমা দুটির সঙ্গে যুক্ত হয়েছি। তবে আগেভাগে জানাতে চাইনি পলিটিক্সের ভয়ে। যে কারণে শুটিংয়ে অংশ নিয়ে সুখবরটি সবার সঙ্গে ভাগ করলাম। দুটি সিনেমাতেই নতুন দুটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন। আপাতত চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।
আরও পড়ুন: দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে: নিশো
‘দেনা পাওনা’ ২০২২-২৩ অর্থবছরের সিনেমাটি ৫৫ লাখ টাকা অনুদান পেয়েছে। প্রথম লটের শুটিং শেষে দ্বিতীয় দফায় এফডিসিতে শেষ হবে এই সিনেমার চিত্রায়ণ।
অন্যদিকে, ২০২২-২৩ অর্থবছরের ‘দুই পয়সার মানুষ’ সিনেমাটিতে ৫৮ লাখ টাকা অনুদান পেয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এসডি/