আপনি কি দিনশেষে এটাই ভাবেন: পরীমনি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৫ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৫

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। কখনো ব্যক্তিজীবন, কখনো ক্যারিয়ার আবার কখনো সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন এক ভিডিও ছড়িয়ে পড়েছে তার। যা নজর কেড়েছে এই অভিনেত্রীর ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, জলপাই রংয়ের একটি শাড়িতে অনেক স্বর্ণালংকার পরেছেন পরী হাতে রেশমি চুড়ি আর সাদা বেলী ফুলের খোঁপায় মোহনীয় লুকে সেজেছেন অভিনেত্রী। সবমিলে ভক্তদের নজর কেড়েছেন পরীমনি।
আরও পড়ুন: গৃহকর্মী ও গণমাধ্যমের বিরুদ্ধে পরীমনির করা মামলা বাতিল
জানা গেছে, সম্প্রতি একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন অভিনেত্রী। সেখানে এরকম সাজে উপস্থিত হয়েছিলেন পরীমনি। এতে উপস্থিত গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন তিনি।
আলাপকালে পরীমনি জানান, বর্তমানে বিভিন্ন শোরুম, রেস্টুরেন্ট উদ্বোধন করে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার ভাষ্যমতে―এই মুহূর্তে এটাই সব থেকে বড় ব্যস্ততা তার।
এ সময় একজন প্রশ্ন করেন, আপনি সবার ক্রাশ, আপনার নতুন চলচ্চিত্র, ওয়েব সিরিজ আসছে না কেন?
উত্তরে পরীমনি বলেন, আপনি কি দিনশেষে এটাই ভাবেন? এখানকার খাবার অনেক মজা হয়েছে। এটা অবশ্যই টেস্ট করে যাবেন।
এমএল/