ভারতের কদমতলায় ৪ রোহিঙ্গাসহ ৭ বাংলাদেশি আটক
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩
আসাম- ত্রিপুরা সীমান্তের কদমতলা থানাধীন ঝেরঝেরি এলাকায় ৭ বাংলাদেশি নাগরিক ও ৪ জন রোহিঙ্গা আটক করা হয়েছে। সঙ্গে আটক করা হয় তিনটি গাড়ির চালককেও।
৭ বাংলাদেশি নাগরিকরা হলেন যথাক্রমে রহমান আলি(৩০), জন্নতারা (১৯), খালেদা বেগম (১৯), মাজুমা বেগম (১৭) তাদের বাড়ি বাংলাদেশের চিটাগাং। বাকি ৩ জন কারিমা বেগম (২৮), আব্বাস হাওলাদার (৩৫) ও আল হাফিজ (১৮) বাড়ি বাংলাদেশের বরিশাল।
বাংলাদেশের ক্যাম্পে থাকা ৪ জন রোহিঙ্গা যথাক্রমে মোহাম্মদ আলম সা (২০), কুমাইরা বিবি (১৮), ফরিদা বেগম (১৮), শাফেলা বেগম (১৮)।
আরও পড়ুন: মণিপুরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে হামলা
তারা সকলেই দালাল মারফত কৈলাশহর দিয়ে ভারতে প্রবেশ করে। দালাল তাদের পরবর্তীতে গাড়ি করে ঊনকোটি জেলার কৈলাশহর থেকে করিমগঞ্জের যাবার উদ্দেশ্যে তিনটি গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়ার সময় কদমতলা থানার পুলিশের হাতে আটক হয়।
আরও পড়ুন: ওড়িশার নদীতে গোসল করেতে নেমে কুমিরের পেটে স্কুলছাত্র
কদমতলা থানার পুলিশ আটক করে এই অবৈধ কাজে লিপ্ত থাকার জন্য কৈলাশহর ভগবান নগর এলাকার বাসিন্দা তিনটি গাড়ি চালক যথাক্রমে টিআর ০২ এম ০৬১২ গাড়ি চালক আব্দুল ফাত্তা খান, টিআর ০২ কে ০৭৮৯ নম্বরের গাড়ি চালক ছায়াদ আলি, টিআর ০২ এম ০৬১১ নম্বরের গাড়ি চালক মতছির আলি।
জেবি/এসবি