বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নেহা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩


বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নেহা
ছবি: সংগৃহীত

বলি পাড়ার জনপ্রিয় কন্ঠশিল্পী নেহা কাক্কার ও তার স্বামী রোহনপ্রীত সিংয়ের সম্পর্কে নাকি চিড় ধরেছে। এমনকি তাদের বিচ্ছেদের গুঞ্জনও উঠেছে! এ মাসের শুরুতে এমন গুঞ্জন উঠেছিল।


এবার সেই গুঞ্জন জল ঢেলে দিলেন নেহা নিজেই। সোশ্যাল মিডিয়ায় স্বামী রোহানের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন নেহা। এর প্রতিটি ছবিতেই ধরা পড়েছে তাদের রসায়ন।


ক্যাপশনে তিনি লিখেছেন, “স্বামী রোহনে সঙ্গে অন্যতম সেরা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম।” এর কমেন্ট বক্সে চোখ রাখতেই দেখা গেছে ভক্ত-অনুরাগীদের সব মজার মন্তব্য। নেহা ও রোহনের সম্পর্ক যে ঠিকঠাক রয়েছে, সেটা দেখে খুশি ভক্তরা।


আরও পড়ুন: কবে বিয়ে করবেন, জানালেন কঙ্গনা


বিয়ে হওয়ার পরথেকেই স্বামীর প্রতি ভালোবাসা উজাড় করা লেখা, ছবি শেয়ার করেন নেহা। সব উদযাপন, ছুটি কাটানোর সময়ে পাশাপাশি দেখা যেত এই জুটিকে। তবে ছন্দপতন হয়েছিল এবছরের জন্মদিনে।


আরও পড়ুন: আপনি আমাদের অভিভাবক: সাইমন সাদিক


এর আগে গেল মঙ্গলবার (৬ জুন) ছিল নেহা কাক্কারের জন্মদিন। এদিন জীবনের ৩৫তম বসন্তে পা রেখেছেন এই গায়িকা। দিনটি তিনি পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটিয়েছেন। বিপরীতে তার ভক্তরা খেয়াল করেন, নেহাকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি তার স্বামী। আর এ থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে নেটমাধ্যমে।


জেবি/এসবি