সংসারে চালাতে নতুন পেশায় কপিল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩
ভারতের জনপ্রিয় টিভি সঞ্চালক কপিল শর্মা। বর্তমানে দেশটির হিন্দি টেলিভিশনের সবচেয়ে সফল সঞ্চালকও বলা যায় তাকে। তার রয়েছে নিজস্ব শো। এছাড়াও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
অনেক স্বপ্ন লালন করে মধ্যবিত্ত পরিবার থেকে মুম্বাই এসেছিলেন কপিল। সেই স্বপ্ন পূরণও হয় তার। সঞ্চালক হিসেবে অনেক অর্থ কামিয়েছেন তিনি।
প্রতি পর্বে তার পারিশ্রমিক প্রায় ৫০ লাখ রুপি। জানা যায়, বছরে তার উপার্জন ৩০ কোটি রুপিরও বেশি, মাসিক প্রায় তিন কোটি। সেই কপিল এবার শুরু করলেন ভ্লগিং। সঞ্চালক অভিনেতার পাশাপাশি এবার ইউটিউবার কপিল। নতুন এই পেশাকে বেছে নেওয়ার নেপথ্যের কারণও জানালেন তিনি।
আরও পড়ুন: ভোট সুষ্ঠু হলে আমিই জিতব: হিরো আলম
অভিনয় এবং সঞ্চালনার পাশাপাশি অটোমোবাইল সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন কপিল। সেখান থেকে অতিরিক্ত উপার্জন করেন তিনি। এক সাক্ষাৎকারে কপিল জানিয়েছেন, তিনি যত টাকাই উপার্জন করুন না কেন, তার মানসিকতা এখনও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মতোই। খুব সহজে খরচ করতে চান না তিনি।
তবে এবার সংসারে খরচ কুলাতে না পেরে নতুন এই পেশাকে বেছে নিলেন এই কৌতুকাভিনেতা। কপিলের প্রথম ভ্লগে দেখা মিলল ভিকি কৌশল এবং সারা আলি খানের। তারা এসেছিলেন কপিলের শো-তে ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবির প্রচারে। তার ফাঁকেই উঁকি মারলেন কপিলের ইউটিউব চ্যানেলে। কপিল তার ভ্লগে নিজের যাপনের টুকরো চিত্রই তুলে ধরেছেন।
জেবি/এসবি