কথা রাখলেন না ডোনাল্ড ট্রাম্প!


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩


কথা রাখলেন না ডোনাল্ড ট্রাম্প!
ছবি: সংগৃহীত

রেস্টুরেন্টে সবাইকে খাওয়াবেন বলে কথা দিয়েছিলেন আমেরিকার সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাদের খাওয়ার বিলের মূল্য হিসেবে কোনও অর্থ না দিয়েই কেটে পড়লেন তিনি! এমনই অভিযোগ উঠল সাবেক তার  বিরুদ্ধে বিরুদ্ধে।


গেল মঙ্গলবার (১৩ জুন) মায়ামির আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। শুনানির পরে সেখান থেকে ফিরে এক রেস্টুরেন্টে এই ‘কাণ্ড’ করেন তিনি। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


আরও পড়ুন: উত্তরপ্রদেশ ও বিহারে তাপপ্রবাহে ৯৮ জনের মৃত্যু


প্রতিবেদনে বলা হয়, সেদিন ট্রাম্প ওই রেস্টুরেন্টে যান। পরের দিনই ছিল তার জন্মদিন। সেই উপলক্ষে তার স্টাফ মেম্বারদের বিনামূল্যে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলেন তিনি। কিন্তু পরে এক গোপন সূত্র দাবি করে, কোনো টাকাপয়সা না দিয়েই সেখান থেকে সরে পড়েন তিনি। বেগতিক দেখে তার সঙ্গে থাকা সকলেই একে একে সেখান থেকে বেরিয়ে যান।


এদিকে,কয়েক মিনিটই ট্রাম্প ওই রেস্টুরেন্টে ছিলেন। সকলকে খাবার খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েও এভাবে সেখান থেকে বেরিয়ে যাওয়া নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।


জেবি/এসবি