ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অভিযানের সময়  তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আরও প্রায় ২৯ জন আহত হয়েছেন। 


সোমবার (১৯ জুন) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, “জেনিনের ওপর চলমান (ইসরায়েলি) আগ্রাসনের ফলে দুইজন শহীদ এবং ২৯ জন আহত হয়েছে।” খবর আরব নিউজের।


আরও পড়ুন: নাইজেরিয়ায় কৃষক-রাখালদের সংঘর্ষে নিহত ১৩


জানা যায়, নিহত তিন ফিলিস্তিনিদের মধ্যে একজন নাবালক। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের শনাক্ত করেছে খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া (১৯) এবং আহমেদ সাকার (১৫)। ইসরায়েলি সামরিক বাহিনী এখনও এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদিও ইসরায়েলি মিডিয়া বলছে, ইসরায়েলি সেনারা আহত হয়েছে।


জেনিনের ডেপুটি গভর্নর কামাল আবু আল-রুব এএফপিকে জানান, “ইসরায়েলি বাহিনী ভোর ৪টার দিকে অভিযান শুরু করে। সেনাবাহিনী (জেনিন শরণার্থী) শিবির এবং ফজরের নামাজের পর শহরে প্রচুর ব্যাপক আক্রমণ চালিয়েছে। সেখানে প্রচুর গুলিবর্ষণের ঘটনা ঘটে।”


জেবি/এসবি