অতিরিক্ত ডিআইজি এনামুল কবির সাময়িক বরখাস্ত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


অতিরিক্ত ডিআইজি এনামুল কবির সাময়িক বরখাস্ত
অতিরিক্ত ডিআইজি এনামুল কবির

বাংলাদেশ পুলিশের ময়মসিংহ রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. এনামুল কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে তিনি সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। 


সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। 


প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মসিংহ রেঞ্জের অতিরিক্ত উপ- মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. এনামুল কবিরকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী ১৮ জুন থেকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ দেওয়া হলো।


আরও পড়ুন: আঁখির চিকিৎসায় গাফিলতি ছিল, হাসপাতালের ডেপুটি ডিরেক্টর


এর আঘে গত ১৫ জুন জেলা আইনজীবী সমিতিতে এক সংবাদ সম্মেলনে আইনজীবীকে রড দিয়ে পেটানোর অভিযোগ আনা হয় অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরের বিরুদ্ধে। ভুক্তভোগী আইনজীবী আশিকুর রহমান এ অভিযোগ তোলেন। এ ঘটনায় আইনজীবী সমিতি জরুরি সভা করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে স্থায়ী বরখাস্তের দাবি জানায়।


আরও পড়ুন: বিমান কিনছে বাংলাদেশ


বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি ও শিষ্টাচারবহির্ভূত কার্যকলাপের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর প্রস্তাব পাওয়া গেছে বলে জানা গেছে।


জেবি/এসবি