জনপ্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪ পদ শূন্য
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩
জনপ্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
কাজিম উদ্দিনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, “দেশের সব মন্ত্রণালয়/অধিদপ্তর ও মাঠ প্রশাসনে তিন লাখ ৫৫ হাজার৮৫৪টি পদ শূন্য রয়েছে।”
আরও পড়ুন: ফায়ার সার্ভিসের সাথে ট্রেনিং কমপ্লেক্স ও বিভাগীয় দপ্তরের চুক্তি
তথ্য অনুসারে, “জনপ্রশাসনে অনুমোদিত পদ ১৪ লাখ ৯ লাখ ৬০৬টি। এর মধ্যে কর্মরত ১০ লাখ ৪৫ হাজার ৬৪০ জন।”
আরও পড়ুন: অতিরিক্ত ডিআইজি এনামুল কবির সাময়িক বরখাস্ত
সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ চলমান পক্রিয়া উল্লেখ করে ফরহাদ হোসে জানান, এ প্রক্রিয়া যথাযথভাবে চলমান। বর্তমানে শূন্যপদ পূরণের জন্য সব মন্ত্রাণালয়/বিভাগ/অধিদপ্তরেই নিয়োগ প্রক্রিয়া চলমান।
কর্মচারীদের নিয়মিত অবসর ও নতুন পদ সৃষ্টির জন্য সাধারণত পদ শূন্য হয়ে থাকে। বিশেষ কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয় না।
জেবি/এসবি