মুখ‍্যমন্ত্রী মমতাকে নিয়ে আপত্তিকর পোস্ট, শিক্ষক গ্রেফতার


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩


মুখ‍্যমন্ত্রী মমতাকে নিয়ে আপত্তিকর পোস্ট, শিক্ষক গ্রেফতার
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের জেরে গ্রেফতার হলেন বালুরঘাটের এক শিক্ষক। প্রীতিশ সরকার নামে ওই হাই স্কুল শিক্ষক সোমবার (১৯ শে জুন) বালুরঘাট আদালতে পেশ করে পুলিশ। 


১ জুলাই পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 


জানা যায়, পতিরামের ইছামতী সেতু সংলগ্ন এলাকার বাসিন্দা প্রীতিশ সরকার। তিনি শিক্ষকতা করে হিলি ব্লকের অন্তগর্ত ত্রিমোহিনী উচ্চ বিদ‍্যালয়ে। কিছুদিন ধরেই তাকে সোশ্যাল মিডিয়ায় নানা ধরণের কুরুচিপূর্ণ পোস্ট করতে দেখা যাচ্ছে। 


গত শনিবার (১৭ ই জুন) তিনি মুখ‍্যমন্ত্রী মমতা সম্পর্কে সেই রকম একটি পোস্ট করেন। তারপরেই তৃণমূল আইটি সেলের তরফে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়।


আরও পড়ুন: মমতা ব্যানার্জীর সম্পতির পরিমাণ মাত্র ১৫ লাখ রুপি


অভিযোগের ভিত্তিতে রবিবার (১৮ জুন) রাতে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে। 


তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ জানিয়েছেন, একজন শিক্ষকের কাছে এমন মন্তব্য কখনই কাম‍্য নয়। কোনও রাজনৈতিক দল বা সাধারণ বৃদ্ধি সম্পন্ন মানুষ এইটি সমর্থন করবে না। আইনের প্রতি তাদের ভরসা রয়েছে। অভিযুক্ত সঠিক শাস্তি পাবে বলেই তার ধারণা।


জেবি/ আরএইচ/