হাত খরচের টাকা না পেয়ে বাবাকে খুন


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩


হাত খরচের টাকা না পেয়ে বাবাকে খুন
প্রতীকী ছবি

হাত খরচের ২ হাজার টাকা না পেয়ে রাগে বোল্ডার দিয়ে মাথায় মেরে বাবাকে খুনের অভিযোগ ২৫ বছরের ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ‍্যপ্রদেশের ইনদওরে। পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে। বাবু চৌধুরী (৫০) পেশায় কৃষক। 


সোমবার (১৯ শে জুন) রাতে তার মৃতদেহ উদ্ধার হয় একটি ক্ষেতের মধ‍্যে থেকে। পুলিশ তদন্তে নেমে বাবাকে খুনের অভিযোগে তার ছেলে সোহন (২৫) কে গ্রেফতার করে। 


সূত্রে জানা গেছে, বাবুর ছেলে সোহন মাদকাসক্ত। তিনি বাবার ক্ষেতের কাজে মাঝে মাঝে সাহায্য করতেন। সম্প্রতি ছেলে বাবার কাছে হাত খরচের ২ হাজার টাকা দাবি করেন। কিন্তু বাবা মাদকাসক্ত ছেলেকে সেই টাকা দিতে আপত্তি করেন। সেই রাগ থেকেই বাবাকে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। 


আরও পড়ুন: আসামে বিজেপি নেত্রী খুন, ব‍্যবসায়ী গ্রেফতার


জানা যায়, টাকা চেয়ে না পাওয়ায় রেগে যান সোহন। তারপরেই ক্ষেতের পাথর তুলে বাবার মাথায় আঘাত করতে থাকেন তিনি। ছেলের মার খেয়ে রক্তাক্ত অবস্থায় ক্ষেতের মধ‍্যইে পড়ে যান বাবা। সোহন বাবাকে ওই অবস্থায় ফেলেই পালিয়ে যায়। পরে পুলিশ এসে বাবুর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। অস্বাভাবিক মৃত‍্যুর মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। তারপরেই বাবাকে খুনের অভিযোগে ছেলে সোহন (২৫) কে গ্রেফতার করা হয়।


জেবি/ আরএইচ/