রাজশাহীতে পোলিং এজেন্ট দেননি জাকের পার্টির প্রার্থী লতিফ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩


রাজশাহীতে পোলিং এজেন্ট দেননি জাকের পার্টির প্রার্থী লতিফ
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন জাকের পার্টির মেয়রপ্রার্থী লতিফ আনোয়ার। ছবি: সংগৃহীত

রাসিক নির্বাচনে জাকের পার্টির মেয়রপ্রার্থী লতিফ আনোয়ার কোনো কেন্দ্রেই তার পোলিং এজেন্ট দেননি বলে জানা গেছে। নির্বাচন কমিশন (ইসি) ও দেশের মানুষের প্রতি বিশ্বাস থাকার কারণে তিনি কোথাও পোলিং এজেন্ট দেননি বলে জানিয়েছেন।


বুধবার (২১ জুন) দুপুর ১২টায় রাজশাহী মুসলিম হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।


গোলাপ ফুল প্রতীকের প্রার্থী লতিফ আনোয়ার জানান, মানুষকে ভালোবাসার জন্য তিনি রাজনীতি করছেন। আর ভালোবাসার প্রথম শর্ত হলো বিশ্বাস। তিনি সবাইকে বিশ্বাস করতে চান।


আরও পড়ুন: ফরিদপুরে ঈদুল আযহা পালন উপলক্ষে জাকের পার্টির প্রস্তুতি সভা


তিনি জানান, আমার যথেষ্ট নেতাকর্মী আছে। কেউ যদি মনে করে জাকের পার্টির ভীত নরম, তাহলে সে ভুল করছে। সারা বাংলাদেশে জাকের পার্টির প্রচুর নেতাকর্মী ও সমর্থক আছে। আমি বলছি, জাতিকে নতুন কিছু দিতে চাই।


এখন পর্যন্ত কোথাও সমস্যা হয়নি জানিয়ে লতিফ আনোয়ার বলেন, রাজশাহীতে খুব সুন্দর পরিবেশে ভোট চলছে। আমার আশা, রাজশাহীর মানুষ নির্বিঘ্নে ভোট দেবেন। তারা তাদের পছন্দমতো যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।


জেবি/ আরএইচ্/