প্রধানমন্ত্রীর মিথ্যাচারে ডিজিটাল আইনে মামলা হয় কিনা, জানতে চাইলেন ফখরুল

বিএনপি সার্বভৌমত্বে বিশ্বাস করে বরং তারাই বলেছেন, আমরা সবই দিয়েছি
বিজ্ঞাপন
বিএনপিসহ বিরোধী মতের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়, প্রধানমন্ত্রীর মিথ্যাচারের বিরুদ্ধে এ আইনে মামলা হয় কিনা? জানতে চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২২ জুন) বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিএনপি সার্বভৌমত্বে বিশ্বাস করে। বরং তারাই বলেছেন, আমরা সবই দিয়েছি।
বিজ্ঞাপন
ফখরুল বলেন, বিএনপির যারা জনপ্রিয় ও সম্ভাব্য প্রার্থী তাদেরকে সরকারের গোয়েন্দারা তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে নির্বাচনে টেনে নিতে বাধ্য করছে। চাপ প্রয়োগ করছে সরকার।
বিজ্ঞাপন
তিনি বলেন, সারাবিশ্ব যেখানে গণতন্ত্রহীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উদ্বেগ প্রকাশ করছে সেখানে এ অনির্বাচিত সরকার মিথ্যাচার করে চলছে, পাশাপাশি দমনপীড়ন অব্যাহত রেখেছে।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনই দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, বরং সরকার তা করছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন, মিথ্যা।’
প্রজাতন্ত্রের কর্মকর্তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দয়া করে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দায়িত্ব পালন করুন। সরকারের বেআইনি আদেশ মেনে দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








