সুইস ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা সরিয়েছে বাংলাদেশিরা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ২৩শে জুন ২০২৩


সুইস ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা সরিয়েছে বাংলাদেশিরা
ফাইল ছবি

সুইস ন্যাশনাল ব্যাংক থেকে বাংলাদেশিদের জমানো টাকা বিস্ময়করভাবে কমে এসেছে। গত এক বছরে সুইস ব্যাংক থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন বাংলাদেশিরা।


বৃহস্পতিবার (২২ জুন) ব্যাংকটির প্রকাশিত বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে বাংলাদেশিদের জমানো টাকা ছিল ৮৭ কোটি ১১ লাখ সুইচ ফ্রা।


আরও পড়ুন: সুইস ব্যাংকে অর্থপাচার: তথ্য না জানার কারণ জানতে চান হাইকোর্ট


সেখানে ২০২২ সালের শেষে এসে তা কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৫২ লাখ ফ্রা-তে। প্রতি ফ্রা ১২১ টাকা করে ধরলে দেশি মুদ্রায় যা দাঁড়ায় ৬৬৮ কোটি টাকা। অথচ ঠিক এক বছর আগে বাংলাদেশিদের জমানো টাকার পরিমাণ ছিল ৮৭ কোটি ১১ লাখ ফ্রা। অর্থাৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো টাকা কমেছে প্রায় ১০ হাজার কোটি টাকা।


এর আগে ২০২০ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো টাকার পরিমাণ ছিল ৫৬ কোটি ২৯ লাখ, ২০১৯ সালে ৬০ কোটি ৩০ লাখ এবং ২০১৮ সালে ছিল ৬১ কোটি ৭৭ লাখ ফ্রা।


প্রতিবেদনের হিসাব মতে, সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো টাকাই বেশি ছিল যা বছর ঘুরতেই নেমে এসেছে সর্বনিম্ন স্থানে। এক বছর জমানো টাকার পরিমাণ কমেছে ৯৪ শতাংশ।


জেবি/ আরএইচ/