তৃণমূল নেতা খুনের অভিযোগে গ্রেফতার ২


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৩


তৃণমূল নেতা খুনের অভিযোগে গ্রেফতার ২
ধনঞ্জয় চৌবে

ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনায় প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন‍্য রাস্তা অবরোধের ডাক দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। 


শুক্রবার (২৩জুন) ভোর থেকে আদ্রা শহরের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, খুনীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাস্তা অবরোধ চলবে। তার মধ‍্যে খবর পাওয়া যায়, খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। 


পুলিশ জানিয়েছে, তদন্ত ইতিমধ্যেই বেশকিছুটা এগিয়েছে। বেশ কয়েকজন সন্দেহভাজনের তালিকা তৈরি করে তাদের জিজ্ঞাসাবাদ ও করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকা থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজও। 


জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, অভিযোগ দায়ের হওয়া ২ জনকে গ্রেফতার করেছে আদ্রা থানা। ধৃতদের নাম আরশাদ হোসেন এবং মহম্মদ জামাল। 


আরও পড়ুন: আসামে বিজেপি নেত্রী খুন, ব‍্যবসায়ী গ্রেফতার


পুলিশ জানায়, আরশাদ বেকো গ্রাম পঞ্চায়েত কংগ্রেস কর্মী। বৃহস্পতিবার (২২ শে জুন) সন্ধ‍্যায় দলীয় পার্টি অফিসে গুলি করে খুন করা হয় আদ্রা শহর তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবেকে। গুলিতে গুরুতর আহত হয়েছেন ধনঞ্জয়ের দেহরক্ষী রাজ‍্য পুলিশের কনস্টেবল শেখর দাস ও। 


তৃণমূল নেতা ও তার দেহরক্ষীকে গুলি করে পালানোর পর স্থানীয়রাই ২ জনকে রঘুনাথপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই ধনঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে শেখরকে দূর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


জেবি/ আরএইচ/