একসাথে মিলে আমেরিকাকে ব্যর্থ করে দেব: চীন-উ.কোরিয়া জোট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


একসাথে মিলে আমেরিকাকে ব্যর্থ করে দেব: চীন-উ.কোরিয়া জোট

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, পিয়ংইয়ং এবং বেইজিং একসাথে মিলে আমেরিকার হুমকি ও শত্রুতাপূর্ণ নীতিকে ব্যর্থ করে দেবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রোডং সিনমুন মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক বার্তায় কিম জং উন এই প্রত্যয় ব্যক্ত করেছেন। কিম বলেন, মার্কিন সামরিক হুমকি মোকাবেলায় দুই দেশ কৌশলগত সহযোগিতা বজায় রেখেছে।

উত্তর কোরিয়ার পত্রিকাটি জানিয়েছে, গত রোববার কিম জং উন এই বার্তা চীনের প্রেসিডেন্টের কাছে পাঠান। এতে উত্তর কোরিয়ার নেতা আরো বলেছেন, বেইজিং এবং পিয়ংইয়ং যৌথভাবে সমাজতন্ত্রকে এগিয়ে নেয়ার কাজ করছে।

চীনে সফলভাবে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠানের জন্য কিম জং উন চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। অবশ্য এবারের অলিম্পিক গেমসে উত্তর কোরিয়া অংশগ্রহণ করে নি।

বেইজিংয়ে এবারের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেও শি জিনপিংকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন কিম জং উন। সূত্র: পার্সটুডে

ওআ/