হজের আনুষ্ঠানিকতা শুরু রবিবার থেকে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৩


হজের আনুষ্ঠানিকতা শুরু রবিবার থেকে
ফাইল ছবি

আগামী রবিবার (২৫ জুন) থেকে হজের বার্ষিক আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। বিশ্বের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।


করোনা মহামারি সৌদি কর্তৃপক্ষকে এ হজ আয়োজনের আকার কমাতে বাধ্য করার পর থেকে এটিই হবে সবচেয়ে বড় হজ আয়োজন।


দেশটির সরকারি পরিসংখ্যান সূত্রে জানা গেছে, ২০২২ সালে ৯,২৬,০০০ এরও বেশি মুসলমান হজ পালন করেছেন। এর আগের বছর প্রায় ৫৯,০০০ জন হজ পালন করেছেন। করোনা মহামারির আগে ২০১৯ সালে প্রায় ২৫ লাখ লোক হজ পালন করেছেন।


আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন এক লাখ ১৭ হাজার হজযাত্রী


এদিকে এবারের হজে কোভিড-১৯ বিধিনিষেধ সম্পূর্ণভাবে তুলে নেয়া হয়েছে এবং বয়সের সীমা বাতিল করা হয়েছে। তাই আগের দুই বছরের তুলনায় উপস্থিতি অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।


জেবি/ আরএইচ/