এখন আরও বেশি নাটকের প্রস্তাব পাচ্ছি : জেবা জান্নাত

আমাকে নিষিদ্ধ করার পর এখন আরও বেশি নাটকের প্রস্তাব পাচ্ছি
বিজ্ঞাপন
ডিরেক্টরস গিল্ড থেকে নিষিদ্ধ হওয়ার পর পরেও যেন দমে নেই ছোট পর্দার নবাগত অভিনেত্রী জেবা জান্নাত। ইতোমধ্যে সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। তবে নিষিদ্ধ হওয়ার পর এখন আরও বেশি নাটকের প্রস্তাব পাচ্ছেন বলে সম্প্রতি এক গমাধ্যমকে সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ত
জেবা জান্নাত বলেন, “আমাকে নিষিদ্ধ করার পর এখন আরও বেশি নাটকের প্রস্তাব পাচ্ছি। কিন্তু সব প্রস্তাব গ্রহণ করতে পারছি না। কারণ, বর্তমানে আমার এত সময় নেই। আমি ফার্মেসিতে পড়াশোনা করি, ইউনিভার্সিটিতে ক্লাস থাকে।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র গেলেন জায়েদ খান
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “আমি কাজ করব। আর যদি আমাকে একেবারে নিষিদ্ধ করা হয়, তাহলে ফার্মেসি বিষয়ের ওপর ক্যারিয়ার গড়ব। বিষয়টা এমন নয় যে আমাকে মিডিয়াতেই প্রতিষ্ঠিত হতে হবে। তবে যারা অভিনয়ের জন্য প্রস্তাব দিচ্ছেন তারাও কিন্তু পরিচালক।”
জেবি/এসবি
বিজ্ঞাপন








