ফরিদপুরে মাইক্রোবাসে আগুন লেগে প্রাণ গেল ৭ জনের


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩


ফরিদপুরে মাইক্রোবাসে আগুন লেগে প্রাণ গেল ৭ জনের
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।


শনিবার (২৪ জুন) সকাল ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে এ সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম।


আরও পড়ুন: ফরিদপুরে রথযাত্রা অনুষ্ঠান পালন


তিনি বলেন, “একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে মুহূর্তে আগুন ধরে যায় মাইক্রোবাসটিতে। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা ৭ জন যাত্রী নিহত হয়েছেন।”


জানাযায়, মাইক্রোবাসটি ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল। ভেতরে ৭ জন আরোহী ছিলেন। তারা সবাই মারা গেছেন। চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।


আরও পড়ুন: ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের গাছ পেয়ে খুশি সদস্যরা


ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারবো।


তিনি আরও জানালেন, এটা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। তাই শিবচর হাইওয়ে থানাও এ ঘটনা নিয়ে কাজ করছে।


জেবি/এসবি