টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলকে বাটলার


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩


টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলকে বাটলার
জস বাটলার

সময়ের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের একজন জস বাটলার। টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছে গেলেন তিনি। এর পর আরও বিধ্বংসী ইংল্যান্ডের ওপেনার। ঝড় তুলে ভাইটালিটি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারকে দুটি পয়েন্ট এনে দিয়ে কোয়ার্টার ফাইনালের কাছে নিলেন বাটলার।


শুক্রবার (২৩ জুন) টি-টোয়েন্টি ব্লাস্টে  ল্যাঙ্কাশায়ারের হয়ে ৩৯ বলে ৮৩ রানের ইনিংস খেলেন বাটলার। আর এই ইনিংসের মধ্য দিয়েই কীর্তিটি গড়েন তিনি।


আরও পড়ুন: ভেনেজুয়েলাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা


ওল্ড ট্র্যাফোর্ডে বাটলারের ব্যাটিং নৈপুণ্যে ডার্বিশায়ারের বিপক্ষে ২৭ রানে জিতেছে ল্যাঙ্কাশায়ার। ফলে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে দলটির।


আরও পড়ুন: ইংল্যান্ডের আ্যাশেজ দলে রেহান


ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের ইনিংসে ভর করে ল্যাঙ্কামায়ার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৫ ওভারে করে ৪ উইকেটে ১৭৭ রান। জবাবে ডার্বিশায়ার ৭ উইকেটে ১৫০ রানে থামে। দলটির হয়ে ৪৫ রান করেন হ্যারি কেম। ডার্বিশায়ার ২৭ রানের হারে নেমে গেছে সাতে। আর ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে ল্যাঙ্কাশায়ার।


জেবি/এসবি