উত্তপ্ত ইউক্রেনে ঘুরছেন উর্বশী (ভিডিও)

বর্তমানে ইউক্রেনে চলছে যুদ্ধের প্রস্তুতি। এর মধ্যেই ইউক্রেন গিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিপজ্জনক এই সময়ে ইউক্রেনের পথে পথে ঘুরে বেড়াচ্ছ...
বিজ্ঞাপন
বর্তমানে ইউক্রেনে চলছে যুদ্ধের প্রস্তুতি। এর মধ্যেই ইউক্রেন গিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিপজ্জনক এই সময়ে ইউক্রেনের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। যার কয়েকটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
পোস্টের
ক্যাপশনে লিখেছেন, ‘ফোনে কথাবার্তা বলা বন্ধ, কারণ
মোবাইলে নেট নাই। নেই
কোনো খবর জানার ব্যবস্থা।
মাঝে মাঝে আসে নেট,
তাও আবার চলে যায়।
তাই প্রকৃতির মাঝে মিলে মিশে
আছি। জানি না ঠিক
কি হতে যাচ্ছে। সকলের
জীবনই তো দামি। প্রকৃতির
মাঝে থাকলেই তা শুধু বোঝা
যায়।’
বিজ্ঞাপন

এমন উত্তপ্ত পরিস্থিতিতে উর্বশীর ইউক্রেনে গেছেন তামিল ভাষার ‘দ্য লেজেন্ড’ সিনেমার শুটিং করতে। শুটিং থেকে দুদিনের বিরতি পেয়েছেন। আর সেই সুযোগে শহর ঘুরে দেখছেন তিনি। নিজের মতো করে সময় কাটাচ্ছেন। তবে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির উত্তাপ








