মায়ামিতে মেসির জার্সি নম্বর কত?


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩


মায়ামিতে মেসির জার্সি নম্বর কত?
লিওনেল মেসি

জুলাইয়ে মার্কিন মুল্লুকের অখ্যাত ক্লাব ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ রাঙাবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। 


মেসির মায়ামিতে আগমনের ঘোষণার পর থেকেই পুরো বিশ্ব ফুটবলের চোখ এখন মেজর লিগে। কিভাবে তারা মেসিকে বরণ করবে, কি কি সুযোগ পাবেন সেখানে মেসি সেগুলো জানতে ফুটবলভক্তদের আগ্রহের শেষ নেই।


ইতোমধ্যেই জানা গেছে মেসি কবে মায়ামিতে যাচ্ছেন। এটিও জানা গেছে কবে মায়ামির হয়ে অভিষেক হবে ক্ষুদে জাদুকরের। আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে শুধু জানা বাকি ছিল কতো নম্বর জার্সি মেসি পাবেন মায়ামিতে।


আরও পড়ুন: ব্রাজিলকে কাঁদিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা


বিশ্বকাপজয়ী অধিনায়কের ৩৬তম জন্মদিনের পর মায়ামি কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে সেটিও।



বার্সেলোনা ১০ নম্বর জার্সি পরে মাতিয়েছিলেন মেসি । একই জার্সি পরে মেসি জয় করেন বিশ্বকাপও। ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইয়ে মেসি খেলতেন ৩০ নম্বর জার্সি পরে। সেখানে মেসির ১০ নম্বর জার্সি না পাওয়া নিয়ে ফুটবলপ্রেমীদের ভেতর জন্ম নিয়েছিল ক্ষোভ।


আরও পড়ুন: মালদ্বীপকে ৩-১ গোলে হারাল বাংলাদেশ


তবে এবার মায়ামিতে মেসির জার্সি নম্বর নিয়ে কারো কোনো অভিযোগ থাকছে না। কেননা মায়ামি মেসিকে ১০ নম্বর জার্সিটিই দিচ্ছে।


গেল ২৪ জুন মহাতারকার জন্মদিনে মায়ামির শুভেচ্ছাবার্তার এক পোস্টে তেমনই ইঙ্গিত মিলেছে। কালো রঙের ব্যাকগ্রাউন্ডে গ্রাফিটির মতো করে ক্লাবটি লিখেছে ‘ফেলিজে কাম্পলিয়ো ১০’। স্প্যানিশ শব্দটির অনুবাদ করলে অর্থ দাঁড়ায় ‘শুভ জন্মদিন ১০’।


জেবি/এসবি