ভুয়া কমিশনারসহ ৯ দেহরক্ষী গ্রেফতার


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩


ভুয়া কমিশনারসহ ৯ দেহরক্ষী গ্রেফতার
অংকুর শইকিয়া

আসামে এই প্রথম একজন ভুয়া কমিশনার ধরা পড়েছে। সোমবার (২৬ জুন) তেজপুরে এক ভুয়া কমিশনারকে গ্রেফতার করেছে পুলিশ। 


তেজপুর পুলিশ শুধু একজন ভুয়া কমিশনারকেই নয়, তার সঙ্গে থাকা ৯ জনের একটি দলকেও গ্রেফতার করেছে। 


জানা গেছে, তেজপুরে এক ভুয়া কমিশনারের আবির্ভাব হয়। নিজেকে কমিশনার পরিচয় দেওয়া ব‍্যক্তির নাম অংকুর শইকিয়া। অংকুর শইকিয়া কমিশনার পরিচয় দিয়ে তেজপুর শহরে ঘুরাঘুরি করতেন। সঙ্গে ছিল তার দেহরক্ষীও। 


আরও পড়ুন: আসামে বিজেপি নেত্রী খুন, ব‍্যবসায়ী গ্রেফতার


পুলিশ ভুয়া কমিশনার অংকুর শইকিয়া এবং তার দেহরক্ষী ছিলেন এমন ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের তালিকায় তার একজন চালক রয়েছেন।


এদিকে, শোনিতপুরে জেলা শাসকের কার্যালয়ের কর্মচারী বলে পরিচয় দেওয়া ২ ব‍্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।


জেবি/ আরএইচ/