Logo

১২৮ কোটি টাকায় ব্রিটনি স্পিয়ার্সের আত্মজীবনী!

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
10Shares
১২৮ কোটি টাকায় ব্রিটনি স্পিয়ার্সের আত্মজীবনী!
ছবি: সংগৃহীত

মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। গানের মিউজিক ভিডিওতে তার আবেদনময়ী উপস্থাপনা বার বার ঝড় তুলেছে দর্শকদের হৃদয়ে। এবার তার জীবনের খ্যাতির উত্থান, ...

বিজ্ঞাপন

মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। গানের মিউজিক ভিডিওতে তার আবেদনময়ী উপস্থাপনা বার বার ঝড় তুলেছে দর্শকদের হৃদয়ে।

এবার তার জীবনের খ্যাতির উত্থান, পরিবারের সঙ্গে সম্পর্ক এবং এক দশকেরও বেশি সময় ধরে সংরক্ষিত থাকা জীবনের স্মৃতি কথা নিয়ে একটি বই লিখতে যাচ্ছেন। এ জন্য দেড় কোটি মার্কিন ডলার (১২৮ কোটি টাকারও বেশি) চুক্তিতে স্বাক্ষর করেছেন গায়িকা।

দ্য গার্ডিয়ানের প্রতিবদনে জানা গেছে, তার বোন জেমি লিনের আত্মকথা সম্পর্কে তিক্তভাবে অভিযোগ করেছেন ব্রিটনি। অভিযোগে তিনি দাবি করেছেন তার সম্পর্কে মিথ্যা গল্প রয়েছে।

বিজ্ঞাপন

গায়িকা জানুয়ারিতে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেন, জেমি লিন আপনার বই প্রকাশের সময়টি অবিশ্বাস্য ছিল। বিশেষ করে পুরো বিশ্ব জানে আমার সঙ্গে আসলে কী হয়েছিল, যা আপনি জানেন না। আমার পরিবারও বলছে আপনি জানেন না।

বিজ্ঞাপন

গায়িকার চুক্তিটির বিষয়ে পেজ সিক্স জানিয়েছে, ওবামাদের পরে ব্রিটনির এই চুক্তিটি সর্বকালের বড় একটি চুক্তি। ২০১৭ সালে পেঙ্গুইনের সঙ্গে করা বারাক ওবামা ও মিশেল ওবামার চুক্তি হয়েছিল সাড়ে ৬ কোটি মার্কিন ডলারে।

বিজ্ঞাপন

ব্রিটনি আরও লিখেন, আশা করি আপনি বইটি মিথ্যা সনাক্ত করবেন যাতে সবাই জানতে পারে আপনি আমার সম্পর্কে মিথ্যা বলেছেন। আপনি নোংরা।

বিজ্ঞাপন

এদিকে গায়িকার বইটি প্রকাশ করবে সিমন অ্যান্ড শুস্টার। তবে বইটির চুক্তির বিষয়ে এখনো প্রকাশক বা গায়িকা কোনো মন্তব্য করেননি।

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD