উৎকোচ মামলায় চাকরি হারালেন এসআই নিপু কলিতা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩


উৎকোচ মামলায় চাকরি হারালেন এসআই নিপু কলিতা
এসআই নিপু কলিতা

আসামরাজ‍্যের বরাক উপত‍্যকায় বেশ কয়েক বছর চাকরিতে থাকা সাব- ইন্সপেক্টর নিপু কলিতাকে বরখাস্ত করল আসাম পুলিশ। 


আসাম পুলিশের মহাপরিচালক জিপি সিং রবিবার (২ জুলাই) টুইটারে জানান, নিপু কলিতাকে উৎকোচ গ্রহণ ও বিভাগীয় বিধি ভঙ্গের জন‍্য আসাম পুলিশ থেকে বিতাড়িত করা হল। 


আসাম পুলিশের মহাপরিচালক তাঁর টুইটে নিপু কলিতা কাছাড় জেলায় কর্মরত থাকার সময়ে এক উৎকোচ মামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে ৪ কোটি টাকার বাজেয়াপ্ত সোনার বিস্কুট সরিয়ে নেওয়ার অভিযোগ ও রয়েছে। 


ওই মামলায় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলিশ তাকে গ্রেফতার করে। তখন চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। এবার বিভাগীয় প্রক্রিয়ায় দোষী প্রমাণিত হওয়ায় তাঁকে পুরোপুরি চাকরিচ‍্যুত করা হয়। পরপর ২ দিনে দুই পুলিশ অফিসার চাকরি থেকে পুরো বরখাস্ত হলেন। 


থানায় কিশোরীর নগ্ন ছবি তোলার জন‍্য শনিবার (১ জুলাই ) ইন্সপেক্টর বিমান রায়ের চাকরি যায়। রবিবার উৎকোচ মামলায় চাকরি খোয়ালেন নিপু কলিতা।


আরএক্স/