ডিভাইডারে ধাক্কা পুলিশের গাড়ির, নিহত ৩


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩


ডিভাইডারে ধাক্কা পুলিশের গাড়ির, নিহত ৩
ডিভাইডারে ধাক্কা পুলিশের গাড়ি

মদের গাড়ি ধাওয়া করতে গিয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এতে ৩ জন পুলিশ ইনফর্মারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন পুলিশ কর্মী। 


সোমবার (৩ জুলাই) ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের বানাসকাঁথা জেলায়। আহতদের চিকিৎসার জন‍্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই বিষয়ে একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। জানা যায়, বানাসকাঁথা জেলার চোরা পার্বদী এলাকা থেকে মদ ভর্তি একটি গাড়িকে পিছু ধাওয়া করে পুলিশের একটি গাড়ি। 


কিন্তু পুলিশের গাড়িটি ধনেরার কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ৩টি দোকানের শাটার ভেঙে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। 


ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশের ৩ জন ইনফর্মারের। গুরুতর আহত হয়েছে আরও ৪ জন পুলিশ কর্মী।


আরএক্স/