সৌদির আল ইত্তেফাকে নাম লেখালেন জেরার্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩
কোচ হিসেবে সৌদির আল ইত্তেফা ফুটবল ক্লাবে নাম লেখালেন সাবেক ইংলিশ মিডফিল্ডার স্টিভেন জেরার্ড।
সোমবার (৪ জুলাই) সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জেরার্ডকে কোচ করার খবর জানায় আল ইত্তেফাক। সৌদি প্রো লিগের ক্লাবটির পক্ষ থেকে চুক্তির মেয়াদের ব্যাপারে কিছু বলা হয়নি।
গেল বছরের অক্টোবরে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার কোচের দায়িত্ব হারান জেরার্ড। এরপর থেকে লম্বা সময় বেকার থাকার পর এবার সৌদি আরবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন লিভারপুলের সাবেক এই ফুটবলার।
আরও পড়ুন: নাসিরের দুর্বলতা প্রকাশ্যে আনলেন তামিমা
এর আগে ২০১৬ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে দেন জেরার্ড। কোচ হিসেবে তার যাত্রা শুরু হয় ২০১৮ সালে, স্কটিশ ক্লাব রেঞ্জার্সের দায়িত্ব নিয়ে।
৪৩ বছর বয়সী জেরার্ডের হাত ধরেই গেল ২০২০-২১ মৌসুমে ১০ বছরের মধ্যে নিজেদের প্রথম স্কটিশ প্রিমিয়ারশিপের শিরোপা জেতে রেঞ্জার্স।
জেবি/এসবি