ক্রিকেটার উমা ছেত্রীকে এসিএ-র সংবর্ধনা, ৫ লক্ষ টাকা প্রদান


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩


ক্রিকেটার উমা ছেত্রীকে এসিএ-র সংবর্ধনা, ৫ লক্ষ টাকা প্রদান
উমা ছেত্রী

আসামরাজ‍্যের প্রথম ক্রিকেটার হিসেবে সিনিয়র জাতীয় দলে প্রতিনিধিত্ব করবেন আসামের উইকেট কিপার কাম ব‍্যাটার উমা ছেত্রী। 


এই সাফল‍্যে গুয়াহাটিতে মঙ্গলবার (৪ জুলাই ) আসাম ক্রিকেট সংস্থা ( এসিএ) উমা ছেত্রীকে সংবর্ধনা প্রদান করেন। তাঁর হাতে তুলে দেওয়া হয় ৫ লক্ষ টাকা। অনুষ্ঠানে  সভাপতি তরঙ্গ গগৈ, সচিব ত্রিদীপ কোঁওরসহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। তাছাড়া উমা ছেত্রীর এই কৃতিত্বের জন‍্য রাজ‍্যের ক্রীড়া মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন। 


আসাম ক্রিকেট সংস্থার (এসিএ) সচিব ত্রিদীপ কোঁওর, প্রাক্তন সচিব তথা বতর্মান  বিসিসিআইয়ের যুগ্ম সচিব  দেবজিত শইকিয়া, এসিএ-র কোষাধ‍্যক্ষ চিরঞ্জিত লাংথাসা, আসাম ভেটারেন ক্রিকেট অ‍্যাসোসিয়েশনের সচিব নাসির গুলখান, শিলচর ডিএসএ-র সভাপতি  বাবুল হোড় প্রমূখ বতর্মানে আসাম ক্রিকেট সংস্থা আয়োজিত হাই পারফরম‍্যান্স ক‍্যাম্পে কোচিং নিচ্ছেন উমা। 


বোকাখাত জেলার এই ক্রিকেটার এবারের কনকলতা বরুয়া ট্রফি চ‍্যাম্পিয়ন দলের সদস‍্যা। জাতীয় দলে সুযোগ পেয়ে তিনি বেজায় খুশি।


আরএক্স/