Logo

বিপৎসীমার উপরে নদ-নদীর পানি

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুলাই, ২০২৩, ০৭:১২
60Shares
বিপৎসীমার উপরে নদ-নদীর পানি
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৫০মি.মি. ও লাউড়েরগড়ে ৯০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের হাওর-নদীতে কমতে শুরু করেছে পানি। একইসঙ্গে প্লাবিত নিম্নাঞ্চল থেকেও পানি নামতে শুরু করেছে। তবে এখনও সুরমাসহ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ড সূত্র মতে, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জের সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়ে তিন উপজেলায় সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। আজ (মঙ্গলবার) সকাল ৯টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ৭ সে.মিটার, ছাতক পয়েন্টে ১৩০ সে.মিটার ও দিরাই পয়েন্টে ২ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৫০মি.মি. ও লাউড়েরগড়ে ৯০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মামুন হাওলাদার জানান, সকাল ৯টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ স্টেশনে ৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে ৭.৮৭ মিটার সমতলে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি কম হওয়ায় পানি কমতে শুরু করেছে। বৃষ্টিপাত বন্ধ থাকলে পানি দ্রুতই নেমে যাবে। তবে আবহাওয়ার পূর্বাভাসে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD