রথে নিহতদের পরিবারে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ৫ই জুলাই ২০২৩


রথে নিহতদের পরিবারে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য
আর্থিক সাহায্য পৌঁছে দিচ্ছে রাজ‍্য সরকার

ভারতের ত্রিপুরা রাজ‍্যের কুমারঘাটে উল্টো রথে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৭ জনের পরিবারে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছেন রাজ‍্য সরকার। 


রাজ‍্যের সমাজকল‍্যাণ মন্ত্রী টিংকু রায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে ওই আর্থিক সাহায্য প্রদান করেন। 


এ সময় ইসকন মন্দির কর্তৃপক্ষ ও ১ লক্ষ করে আর্থিক সাহায্য বিতরণ করেন। 


মন্ত্রী টিংকু রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিল থেকে যে আর্থিক সহায়তা দেবার কথা ঘোষণা করেছেন, ওই টাকাও কিছুদিনের মধ‍্যে এসে যাবে।


আরএক্স/