আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বুধবার (৫ জুলাই) দুপুর ২টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। খেলাটি টিভিতে সরাসরি দেখাবে টি-স্পোর্টস।
এদিকে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজটি দুদলের জন্যই বড় প্রস্তুতির অংশ। এছাড়া বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে এটি ক্রিকেটারদের নিজেদের প্রমাণেরও মঞ্চ।
তাই সিরিজের প্রথম ম্যাচে কেমন হবে টাইগারদের প্রথম ম্যাচের একাদশ। এ নিয়ে চলছে বেশ জল্পনা কল্পনা।
আরও পড়ুন: সাফের সেরা গোলরক্ষক বাংলাদেশের জিকো
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
জেবি/এসবি