ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রবিন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ৬ই জুলাই ২০২৩
ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবিনকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করেছে বিএনপি।
বুধবার (৫ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
আরও পড়ুন: মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা স্থগিত
এর আগে গত ২২ মে গ্রেফতারের পর থেকে কারাবন্দি আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
তানভীর আহমেদ রবিনকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে নির্দেশক্রমে দায়িত্ব প্রদান করা হয়েছে।
অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জেবি/ আরএইচ/